ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ইরানের গ্যাস পাইপলাইনে হামলা চালালো ইসরায়েল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৭

ফিলিস্তিনের গাজা যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার মধ্যেই ইসরায়েল এবার ইরানে হামলা চালিয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। শুক্রবার ‘নিউ ইয়র্ক টাইমস’ এর প্রতিবেদনে এই দাবি করা হয়।

ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি সংশ্লিষ্ট সামরিক কৌশলবিদ এবং দুই পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ইরানের দুটি বড় গ্যাস পাইপলাইনে ইসরায়েল হামলা চালিয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বলেছে ওই প্রতিবেদনে বলা হয়, “ওই হামলার জেরে ‘ইরানের দৈনিক প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রায় ১৫ শতাংশ কমে গেছে। ”

ইরানের স্থাপনায় ইসরায়েলের এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলাকে দুই দেশের মধ্যে একটি ‘ছায়া যুদ্ধ’ হিসেবে উত্তেজনা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এর ফলে দুই দেশের মধ্যে সাইবার আক্রমণ, স্থল, আকাশ বা সমুদ্রের বিভিন্ন ফ্রন্টে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমসজেরুজালেম পোস্ট, হারেৎজ



আপনার মূল্যবান মতামত দিন: