odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নেত্রকোনার মোহনগঞ্জে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ March ২০২৪ ২১:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ March ২০২৪ ২১:৫৪

নেত্রকোনার মোহনগঞ্জে তেতুলিয়া হাওরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে বিকালে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে মরদেহটির মুখ পোড়ার কারণে চেহারা শনাক্ত করা যায়নি।

এই তথ্য নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসন জানান, স্থানীয়রা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। মুখমণ্ডলে কাপড় দিয়ে আগুন দেওয়ার কারণে চেহারা বোঝা যায়নি। এটি হত্যা নাকি অন্য কিছু তা বুঝা যাবে পরে। তবে এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।  



আপনার মূল্যবান মতামত দিন: