
দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু কমেছে। বেড়েছে মৃত্যুহার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এসংক্রান্ত এক জরিপ প্রতিবেদন বলছে, ২০২৩ সালে প্রত্যাশিত গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ বছর তিন মাস, যা আগের বছর ছিল ৭২ বছর চার মাস।
আজ রবিবার (২৪ মার্চ) ‘বাংলাদেশে স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২৩’ শিরোনামের এ প্রতিবেদনের গুরুত্বপূর্ণ ফলাফল প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, দেশে স্থূল মৃত্যুহার বেড়েছে। প্রতি এক হাজার জনে এ হার এখন ৬ দশমিক ১ জন, যা আগের বছর ছিল ৫ দশমিক ৮ জন। আগামী জুনে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: