ঢাকা | Wednesday, 15th October 2025, ১৫th October ২০২৫

পটুয়াখালীতে এক গৃহবধূর কোলজুড়ে পাঁচ নবজাতক!

odhikarpatra | প্রকাশিত: ৬ October ২০২৫ ১৭:৩৫

odhikarpatra
প্রকাশিত: ৬ October ২০২৫ ১৭:৩৫

পটুয়াখালী, ৬ অক্টোবর ২০২৫ :

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের গৃহবধূ লামিয়া আক্তার (২২) একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন। বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে আজ সোমবার দুপুর ১টার দিকে এ নবজাতকদের জন্ম হয়। এদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানিয়েছেন, মা ও নবজাতকরা সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন। তিনি আরও বলেন, একসঙ্গে পাঁচজন নবজাতকের জন্ম বিরল হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা এ ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করছেন। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ নবজাতকদের একনজর দেখতে হাসপাতালের সামনে ভিড় করছেন। অনেকে বলছেন, এমন খবর খুব কম শোনা যায়, তবে এটা স্বাভাবিক হয়ে যাচ্ছে দিনদিন।

নবজাতকদের মা লামিয়া আক্তার স্থানীয়ভাবে একজন মৃদুভাষী ও পরিশ্রমী নারী হিসেবে পরিচিত। একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দেওয়ার ঘটনায় লামিয়ার এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: