ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪ ২১:৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪ ২১:৪৬

১০ এপ্রিল ২০২৪ (অনলাইন ডেস্ক) : পদ্মা সেতু দিয়ে গত একদিনে টোল আদায়ের নতুন  রেকর্ড তৈরি হয়েছে। মঙ্গলবার পদ্মা সেতু দিয়ে  ৪৫ হাজার ২০৪টি যান পারাপারে টোল উঠে ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।

এরমধ্যে মাওয়া প্রান্ত থেকে ৩০ হাজার ৩৩০টি ও জাজিরা প্রান্ত থেকে ১৪ হাজার ৮৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে নগদ টোল আদায় হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা।

বাকিতে সরকারি প্রতিষ্ঠানের যান পারাপারে টোল রয়েছে ৭০ হাজার ৮৫০ টাকা। আর চলন্ত অবস্থায় ইটিসিএস পদ্ধতিতে টোল জমা হয়েছে ১ হাজার ৫ শ' টাকা। এটি পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায় বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।



আপনার মূল্যবান মতামত দিন: