odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

প্রথম ধাপের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ May ২০২৪ ১০:১০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ May ২০২৪ ১০:১০

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (৮ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি।

ভোটকেন্দ্রগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার (০৭ মে) দুর্গম এলাকার ৪২৪ কেন্দ্রে ব্যালট পেপার পাঠিয়েছে ইসি। আজ ভোটের দিন সকালে বাকি কেন্দ্রে ব্যালট পৌঁছানো হয়। এ ধাপে ২১ উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। বাকি উপজেলায় ব্যালটে ভোটগ্রহণ করবে ইসি।

নির্বাচনি মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২ লাখ ৫৯ হাজার ৮৬৫ সদস্য। সংশ্লিষ্ট নির্বাচনি (উপজেলায়) এলাকায় ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: