ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জোড়া সড়ক দুর্ঘটনায় আফগানিস্তানে ৬ জন নিহত ও ৮ জন আহত

odhikarpatra | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪ ২৩:২৪

odhikarpatra
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪ ২৩:২৪

আফগানিস্তানের পূর্ব ওয়ার্দাক প্রদেশ ও পশ্চিম হেরাত প্রদেশে শুক্রবার সন্ধ্যায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং আটজন আহত হয়েছেন। 

কর্মকর্তাদের বরাত দিয়ে কাবুল থেকে সিনহুয়া শনিবার এ খবর জানায়। প্রাদেশিক পুলিশের মুখপাত্র মাহাম্মদ ইউসুফ আসরার বলেন, ওয়ারদাকের সায়দাবাদ জেলায় শুক্রবার সন্ধ্যায় রাজধানী কাবুলের সাথে দক্ষিণ কান্দাহার প্রদেশের সংযোগকারী মহাসড়কে একটি গাড়ি উল্টে গিয়ে তিনজন নিহত ও শিশু ও নারীসহ সাতজন আহত হয়েছেন।

আসরার জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। প্রাদেশিক পুলিশ জানিয়েছে, হেরাত প্রদেশের ইসলাম কালা হাইওয়েতে একই ধরনের আরেকটি দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং একজন আহত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: