odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 21st October 2025, ২১st October ২০২৫

ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার 

odhikarpatra | প্রকাশিত: ১৮ December ২০২৪ ১৪:০৮

odhikarpatra
প্রকাশিত: ১৮ December ২০২৪ ১৪:০৮

সাতক্ষীরার জেলার ভোমরা স্থলবন্দর এলাকায় ট্রাস্টফোর্সের অভিযানে ৩ মে. টন রসুন উদ্ধার করা হয়। এসময় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার  সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ভোমরা স্থলবন্দর সংলগ্ন মেসার্স আরডি এন্টারপ্রাইজে এ টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সন্ধ্যায় ৬টায় এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে ভোমরা স্থলবন্দরের মেসার্স আরডি এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান দেশীয় রসুন ভারতে পাচার এবং বাজারে মূল্য বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য গুদামজাত করছে। এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় সহকারী পরিচালক মো. মাসুদ রানার নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস, এক প্লাটুন বিজিবি সদস্য এবং সাতক্ষীরা সদর থানার ৮ জন পুলিশ সদস্যের একটি দল সদর উপজেলার ভোমরা স্থলবন্দরের মেসার্স আরডি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। টাস্কফোর্সের অভিযানে এসময় ওই প্রতিষ্ঠানের গোডাউন থেকে ৩ টন রসুন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, টাস্কফোর্স দলটি এসময় মেসার্স আরডি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের মালিক পংকজ দত্তকে দেশের রসুন ভারতে পাচার এবং দেশীয় বাজারে মূল্য বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য গুদামজাত করার দায়ে ১ লাখ টাকা জরিমানা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: