odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই নেতৃবৃন্দের সাক্ষাৎ

odhikarpatra | প্রকাশিত: ২৬ December ২০২৪ ১৮:১৯

odhikarpatra
প্রকাশিত: ২৬ December ২০২৪ ১৮:১৯

ইসলামিক ফাউন্ডেশনের নবনিযুক্ত মহাপরিচালক আবদুস ছালাম খানের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ফাউন্ডেশনের কার্যালয়ে এসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সম্পাদক এস এম মিজানুর রহমান মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় ইসলামিক ফাউন্ডেশন দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুর, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান ও ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে অধ্যাপক এম জাকির হোসাইন, এ্যাডভোকেট সাইফুল ইসলাম, মমিনুর রহমান, আসরার হাবিব নিপু, মো. সোহরাব হোসাইন, সাইফুল আলম রাজন, আ. হালিম, শাহজাহান আলম সাজু, মাহবুবুর রহমান এনায়েত, অধ্যক্ষ বেলাওয়াত হোসেন খান ও ছাত্র সমন্বয়ক সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।

এ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ মহাপরিচালকের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। মহাপরিচালক আ. ছালাম খানের নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন এ দেশে ইসলামের প্রচার-প্রসারে আরো তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন এবং মহাপরিচালক মহোদয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: