odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 4th November 2025, ৪th November ২০২৫

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১৮ January ২০২৫ ২১:৪৩

odhikarpatra
প্রকাশিত: ১৮ January ২০২৫ ২১:৪৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রন্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন আরও ৪০ জন। চলতি বছরে মোট ৮৩১ জন ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন।

নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে সাত জন, চট্টগ্রাম বিভাগে ছয় জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সাত জন, ঢাকা উত্তর সিটিতে দুই জন এবং দক্ষিণ সিটিতে ১৪ জন, ময়মনসিংহে বিভাগে এক জন ও খুলনা বিভাগে তিন জন করে রোগী রয়েছেন।

২০২৫ সালে এ পর্যন্ত আট জন রোগী মারা গেছেন। এর আগে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন ও ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।



আপনার মূল্যবান মতামত দিন: