সড়ক দুর্ঘটনায় আহত মধুপুর পীর সাহেবের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
এ সময় দেশবাসীর কাছে পীর সাহেবের সুস্থতার জন্য তিনি দোয়া চেয়েছেন।
আজ শনিবার রাজধানীর ধুপখোলায় অবস্থিত আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন এই পীরের খোঁজ নিতে যান বিএনপির এই নেতা। এ সময় তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তিনি কুশলাদি বিনিময় করেন এবং সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পীরের সাথে দেখা করে কায়কোবাদ বলেন, ‘উনি আমাদের মাথার তাজ, আমাদের মুরুব্বি। উনি আমাদের জন্য অনেক বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। উনাকে এই অবস্থায় দেখে আমার হৃদয় কাঁদে। এই বয়সে এতবড় দুর্ঘটনা, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। উনি এবং ওনার পরিবার দীর্ঘ ১৫-১৬ বছর অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছে। আল্লাহ ওনাকে রহম করুন। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন।’
মধুপুর পীরের খবর নেওয়া শেষে লালবাগ শাহী মসজিদে পাশে শায়িত লালবাগ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনীর কবর জিয়ারত করেন এই বিএনপি নেতা।
এ সময় মাদ্রাসার নেতারা, ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান মাওলানা জুবায়ের আহমদ, মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী তাকে অভ্যর্থনা অভ্যর্থনা জানান। সফরসঙ্গী হিসেবে ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ’র প্রচার সম্পাদক, কারা নির্যাতিত নেতা মাওলানা গাজী ইয়াকুব ওসমানী।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: