odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 21st October 2025, ২১st October ২০২৫

দালালের দৌরাত্ম্য রোধে চাষী থেকে সরাসরি চা কিনবো : চা বোর্ডের চেয়ারম্যান

odhikarpatra | প্রকাশিত: ২৮ January ২০২৫ ২০:৩৬

odhikarpatra
প্রকাশিত: ২৮ January ২০২৫ ২০:৩৬

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন জানিয়েছেন, চা চোরাচালান ও দালালের দৌরাত্ম্য রোধে পঞ্চগড়ে চাষী থেকে সরাসরি চা কিনবে বোর্ড।

আজ মঙ্গলবার দুপুরে চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘চা চোরাচালান রোধ ও উত্তরাঞ্চলের চা শিল্পের উন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় চা বোর্ড চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন- আগামী বছর পঞ্চগড়ে কয়েকটি চা পাতা ক্রয় কেন্দ্র স্থাপন করবে চা বোর্ড। তখন বাগানে গিয়ে চাষিদের কাছ থেকে সরাসরি চা কিনে সেগুলো কারখানায় সরবরাহ করা হবে। সমতলের চা শিল্পের দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে এই ব্যবস্থা নিচ্ছে চা বোর্ড।

সমতলের অর্ধেক চা নিলাম বাজারে যায় না উল্লেখ করে তিনি বলেন, অবৈধ চা যে প্রতিষ্ঠান পরিবহন করবে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। একই সঙ্গে যেসব কারখানা অবৈধ প্রক্রিয়ায় চা কেনা-বেচায় জড়িত থাকবে সেই কারখানাও বন্ধ করে দেয়া হবে। কোন কারখানার চা আটক হলে ওই কারখানা বন্ধ করে দেয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা করবে চা বোর্ড। একই সঙ্গে চা শিল্পের উন্নয়নে টি টেস্টের ক্ষেত্রে ব্লাইন্ড টি টেস্ট সিস্টেম চালুর পরিকল্পনা করা হচ্ছে। চা শিল্পের উন্নয়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে মতবিনিসময় সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান বক্তব্য রাখেন।

এসময় চা বোর্ডের সদস্য ড. পীযূষ দত্ত, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের অধিনায়ক ইউসুফ চৌধুরী, চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, বাংলাদেশ স্মল টি ওনার্স এন্ড টি ট্রেডার্স এসোসিয়েশনের প্রতিনিধি, বিডার, বায়ার, কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিসহ চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: