odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

চট্টগ্রাম বিভাগের ৫ অদম্য নারী পেল সম্মাননা ও পুরস্কার

odhikarpatra | প্রকাশিত: ৯ February ২০২৫ ২২:৪১

odhikarpatra
প্রকাশিত: ৯ February ২০২৫ ২২:৪১

সমাজ উন্নয়ন, কর্মক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখাসহ পাঁচটি ক্যাটাগরিতে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য পাঁচজন অদম্য নারীকে সম্মাননা ও পুরস্কৃত করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও চট্টগ্রাম মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ‘অদম্য নারী পুরস্কার ২০২৪’ অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন অর্থনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কামালপাড়া ইউনিয়নের নিগার শারমিন। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অবদানের জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রেহেনা সুলতানা। সফল জননী হিসেবে চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন গ্রামের চেমন আরা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য কক্সবাজার জেলার মোহাজেরপাড়া এলাকার জাহানারা ইসলাম ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী কক্সবাজার সদরের ঘোনার পাড়া গ্রামের ফাতেমা বেগম।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম নগরের আইস ফ্যাক্টরি রোড়ের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত ‘অদম্য নারী পুরষ্কার ২০২৪’ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান।

প্রধান অতিথির বক্তব্যে কেয়া খান বলেন, সুবিধা বঞ্চিত অবস্থা থেকে উঠে এসে যারা সফল হয়েছেন তাদের পরিচিতি করিয়ে দিতেই আজকের আয়োজন। এতে অন্যরাও উৎসাহিত হবেন। আমাদের সমাজে এখনো নারীদের অনেক অবদান স্বীকার করা হয় না। পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যাতে কোনো নারীর উপর নির্যাতন না হয়। এই অদম্য নারীরাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন বলেন, সমাজে মানুষে মানুষে বিভাজন আছে। মানসিক বাধা দূর করা দরকার। নারীদের পাশে দাঁড়াতে হবে। উন্নত বিশ্বে নারী-পুরুষ কাধে কাধ মিলিয়ে কাজ করছে। আমাদের এখানেও নারীদের কাজে আনা হচ্ছে না। কারণ এটা যুগের দাবী। শুধু চাকরি করলেই সফল বা স্বাধীন বলা যাবে না। আপনার নিজের জীবন নিয়ে নিজে সিদ্ধান্ত নিতে পারলেই আপনি স্বাধীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, অদম্য নারী পুরস্কার কর্মসূচির পরিচালক মনির হোসেন, চট্টগ্রাম নগর পুলিশের উপ কমিশনার শাকিলা সোলতানা প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: