ঢাকা | মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

সোমালিয়ায় আইএসের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা

odhikarpatra | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫ ২২:১৭

odhikarpatra
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫ ২২:১৭

 সামরিক বাহিনী শনিবার সোমালিয়ার পান্টল্যান্ড অঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। 


এ হামলায় বেশ কয়েকজন আইএস সদস্য নিহত হয়েছে। আফ্রিকা কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এক বিবৃতিতে, ইউরোপ-ভিত্তিক কমান্ড আরো জানিয়েছে, সোমালিয়া সরকারের সাথে সমন্বয় করে সর্বশেষ এ হামলা চালানো হয়। হামলায় আইএসআইএস-এর একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।

আফ্রিকমের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমান হামলাটি উত্তর-পূর্ব সোমালিয়ার পান্টল্যান্ডের বোসাসোর দক্ষিণ-পূর্বে চালানো হয়েছে। 

আফ্রিকান বাহিনী জানিয়েছে, সর্বশেষ এই হামলার দুই দিন আগে একই ধরণের আরো একটি অভিযান চালানো হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: