
স্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ
পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘদিন ধরে দুই যুবকের অনৈতিক কাজে (সমকামিতা) ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী থানায় মামলা করে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের গোলখালী গ্রমের ৪ নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত দুই যুবক হচ্ছে মো. মকবুল প্যাদার ছেলে মো. রনি প্যাদা (২৭) এবং মো. মস্তফা ফকিরের ছেলে মো. লিমন ফকির (২০)। এ বিষয়ে এলাকাবাসী জানান, আমাদের গ্রামে সমকামীর মত অনৈতিক কাজ হবে তা আমরা কল্পনাও করতে পারি নাই। আমাদের গ্রামের মোটামুটি সবাই ধর্মপ্রিয় মানুষ। রনি ও লিমন দীর্ঘদিন ধরে সমকামিতা করে যাচ্ছে। আমরা এলাকাবাসী একাধিকবার তাদেরকে এ কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছি এবং তাদের বাবা মাকেও জানিয়েছি। কিন্তু তারা এ কাজ থেকে বিরত হচ্ছে না। এমনকি রমজান মাসের মত পবিত্র মাসেও তারা অনৈতিক কাজে লিপ্ত হয়। তারা যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। রনি প্যাদার স্ত্রী ও সন্তান রয়েছে। কিন্তু স্ত্রী সন্তানের কোন খোজ খবর রাখে না। এলাকার তরুন তরুনীদের মাঝে সমকামিতার মত বিষ ছড়িয়ে দিচ্ছে। তাদেরকে এ বিষয়ে অনেকবার বোঝালেও তারা একাধিক স্থানে অনৈতিক কাজ করেই যাচ্ছে। আমাদের গ্রামকে এ ধরণের অপরাধ থেকে বাঁচানোর জন্য আমরা এলাকাবাসী বাধ্য হয়ে তাদেরকে ঘেরাও করার চেষ্টা করি। তারা আমাদের উপস্থিতি টের পেয়ে আত্মগোপনে চলে যায়। তাদের অনৈতিক কাজের ছবি এলাকায় ভাইরাল হয়ে পড়ে। এ বিষয়ে রনি প্যাদার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে লিমন ফকিরের সাথে যোগাযোগ করা হলে লিমন ফকির বলেন, আমার সাথে রনি এ কাজ অনেকবার করেছে। আমি এ কাজ থেকে ফিরে আসতে চাইলেও রনি আমাকে বারবার বিরক্ত করে এবং আমাদের পুরনো ছবি স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে এ কাজ করতে বাধ্য করে। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, ইসলাম কখনো এ কাজকে সমর্থন করে না। যদি কেউ এ বিষয়ে অভিযোগ করেন তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নিব।
আপনার মূল্যবান মতামত দিন: