odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 4th November 2025, ৪th November ২০২৫

নরওয়ের রানি সোনজা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি

odhikarpatra | প্রকাশিত: ২২ April ২০২৫ ২৩:৪৩

odhikarpatra
প্রকাশিত: ২২ April ২০২৫ ২৩:৪৩

নরওয়ের ৮৭ বছর বয়সী রানি সোনজা সোমবার গভীর রাতে শ্বাসকষ্টের কারণে অসলোর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজপ্রাসাদ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অসলো থেকে এএফপি এ খবর জানায়।

রাজপ্রাসাদ এক বিবৃতিতে বলেছে, ‘রানীকে সিকিলসডালেনে অবস্থিত ‘রয়েল মাউন্টেন শ্যালেট’ কটেজ থেকে মেডিকেল হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়। এ সময় রাজকীয় দম্পতি কটেজটিতে ইস্টার ছুটি কাটাচ্ছিলেন।

বার্তা সংস্থা এনটিবি জানায়, ১৯২৪ সাল থেকে, নরওয়েজিয়ান রাজপরিবার তাদের ইস্টার ছুটির বেশিরভাগ সময় শ্যালেটে কাটান।

রানি সোনজাকে জানুয়ারি মাসে হৃদ্‌যন্ত্রের জটিলতার কারণে সংক্ষিপ্ত সময়ের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রাসাদ জানায়, পরে তার হৃদপিন্ডে সফলভাবে একটি পেস-মেকার বসানো হয়।

গত মার্চ মাসে মালয়েশিয়ায় ছুটি কাটানোর সময় সংক্রমণের পর রানি সোনজার স্বামী কিং হ্যারাল্ডের হৃদযন্ত্রে পেস-মেকার বসানো হয়। ৮৭ বছর বয়সী হ্যারাল্ড ইউরোপের সবচেয়ে বেশি সময় ধরে রাজা হিসেবে দায়িত্ব পালন করছেন।



আপনার মূল্যবান মতামত দিন: