odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 21st October 2025, ২১st October ২০২৫

২০২০ সালের ভিডিও’কে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল বলে প্রচার : বাংলাফ্যাক্ট

odhikarpatra | প্রকাশিত: ২০ May ২০২৫ ২১:০১

odhikarpatra
প্রকাশিত: ২০ May ২০২৫ ২১:০১

২০২০ সালের মিছিলের ভিডিও’কে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল বলে প্রচারের বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।


বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয়, ২০২০ সালের মিছিলের ভিডিও’কে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে।

এরূপ বিষয় বাংলাফ্যাক্টের নজরে আসে। বিষয়টির ফ্যাক্টচেক করে বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম। ফ্যাক্টচেকে শনাক্ত হয়, ভিডিওটি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাম্প্রতিক কোনো মিছিলের নয়। প্রকৃতপক্ষে, ২০২০ সালে কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজধানীর গুলিস্তানে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করে। ওই ঘটনার ভিডিওকে গত ১৮ মে’র ভিডিও দাবিতে ফেসবুকে ভুয়া লাইভ স্ট্রিমের মাধ্যমে প্রচার করা হয়েছে।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।



আপনার মূল্যবান মতামত দিন: