odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 4th November 2025, ৪th November ২০২৫

কান্নাজড়িত কণ্ঠে ইসরাইলকে ‘দয়া’ দেখানোর আহ্বান ‘হু’ প্রধানের

odhikarpatra | প্রকাশিত: ২৩ May ২০২৫ ১৮:০৫

odhikarpatra
প্রকাশিত: ২৩ May ২০২৫ ১৮:০৫

কান্না চেপে রেখে গাজায় গণহত্যা এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করে ইসরাইলকে ‘দয়া’ দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ট্রেড্রোস আধানম গেব্রিয়াসুস। ইসরাইলের নিজের স্বার্থেই শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন বলেও মত দিয়েছেন তিনি।


সংবাদমাধ্যম ‘টিআরটি ওয়ার্ল্ড’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে আবেগঘন বক্তব্যে গেব্রিয়াসুস বলেছেন, গণহত্যা-যুদ্ধ ইসরাইলকেই ক্ষতিগ্রস্ত করছে এবং এর থেকে স্থায়ী সমাধান আসবে না।

ইথিওপিয়ায় নিজের যুদ্ধকালীন স্মৃতির কথা স্মরণ করে তিনি আরো বলেছেন, আমি অনুভব করতে পারছি যে গাজার মানুষ এই মুহূর্তে কেমন আছেন। আমি এর গন্ধ পাচ্ছি। আমি কল্পনা করতে পারছি। এমনকি শব্দও শুনতে পাচ্ছি। এটি পিএসটিডির (পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) কারণে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন,  ‘গাজায় মানুষ কতটা কষ্ট পাচ্ছে তা আপনারা কল্পনা করতে পারছেন। খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা সত্যিই ভুল। চিকিৎসা সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করা ঠিক নয়।’

বৃহস্পতিবার জাতিসংঘ প্রায় ৯০ ট্রাক ত্রাণ বিতরণ শুরু করেছে, যা ২ মার্চ ইসরাইলের সর্বাত্মক অবরোধ আরোপের পর গাজায় প্রথম সরবরাহ। তবে, কেবল রাজনৈতিক সমাধানই অর্থবহ শান্তি বয়ে আনতে পারে বলে মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম গেব্রিয়াসুস। 



আপনার মূল্যবান মতামত দিন: