
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফি’ এবং আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন করে ‘আল-ফিকহ অ্যান্ড ল’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের ২৬৭তম একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়৷ চূড়ান্ত অনুমোদনের জন্য পরবর্তী সিন্ডিকেটে উত্থাপন করা হবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক জানান, ‘আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ থেকে ‘আল ফিকহ অ্যান্ড ল’ রাখার সিদ্ধান্ত হয়। সিন্ডিকেটে অনুমোদন পেলে কার্যকর হবে।’
এদিকে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘নাম পরিবর্তন নিয়ে বিভাগের শিক্ষার্থীদের দীর্ঘদিন পাল্টাপাল্টি অবস্থা নিয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে খোঁজখবর নিয়ে পূর্বের নামে অর্থাৎ এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফি রাখার সিদ্ধান্ত হয়েছে।’
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আপনার মূল্যবান মতামত দিন: