ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ভোক্তা অধিকার মুন্সীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

odhikarpatra | প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫ ১৯:৩০

odhikarpatra
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫ ১৯:৩০

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।


আজ বুধবার অধিদপ্তরের মুন্সীগঞ্জ শাখা কুকুটিয়া বাজার ও শ্রীনগর বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে এ জরিমানা করে। 

জানা যায়, দুপুরে কুকুটিয় বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সততা আইসক্রিম ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে 
আইসক্রিম প্রস্তুত করার জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া শ্রীনগর বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য প্রদর্শন, বিক্রি ও সংরক্ষণের জন্য রেডিশন ফুড এন্ড বেকারিকে পাঁচ 
হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় উপস্থি ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নাসরিন সুরতানা।



আপনার মূল্যবান মতামত দিন: