odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 24th January 2026, ২৪th January ২০২৬

ডাকসু নির্বাচনে স্বচ্ছতার প্রতিশ্রুতি, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা

odhikarpatra | প্রকাশিত: ৩ September ২০২৫ ১৮:০৩

odhikarpatra
প্রকাশিত: ৩ September ২০২৫ ১৮:০৩

নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ভোট যাতে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে হয়, সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোটের সময় ও বুথ সংখ্যা বাড়ছে

ভোটারদের সুবিধার্থে বুথ সংখ্যা বাড়ানো হয়েছে। একই সঙ্গে ভোটদানের সময়ও দীর্ঘ করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটারদের চাপ সামলাতে প্রতিজনকে ভোট দিতে গড়ে আট মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

নারী প্রার্থীদের নিরাপত্তা নিয়ে পদক্ষেপ

কোনো নারী প্রার্থী বা শিক্ষার্থীর বিরুদ্ধে হয়রানি বা সাইবার বুলিংয়ের অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে টাস্কফোর্সের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

আদালতের রায়

সম্প্রতি একটি রিট আবেদনের পর হাইকোর্টে শুনানি শেষে জানানো হয়েছে, নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো আইনগত বাধা নেই। ফলে আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: