odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

জবির সাবেক শিক্ষার্থীর আবিষ্কার: পাওয়ার-সাম নির্ণয়ের নতুন সূত্র ‘Interval Table Method’

odhikarpatra | প্রকাশিত: ১৩ September ২০২৫ ২০:৫২

odhikarpatra
প্রকাশিত: ১৩ September ২০২৫ ২০:৫২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আমিনুর রহমানের নতুন গণিত সূত্র প্রকাশিত, যা দিয়ে পাওয়ার-সাম বের করার নতুন পদ্ধতি পাওয়া গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আমিনুর রহমান সম্প্রতি গণিতের নতুন একটি সূত্র আবিষ্কারের দাবি করেছেন। তিনি বলেন, তার গবেষণায় উদ্ভাবিত ‘Interval Table Method’ ব্যবহার করে Power Sum বা 1^p + 2^p + 3^p + … + n^p নির্ণয়ের একটি সম্পূর্ণ নতুন, সরল ও কার্যকর পদ্ধতি উদ্ভাবন করেছেন।

সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান CERN-এর Zenodo-তে তার গবেষণালব্ধ সূত্রটি প্রকাশিত হয়েছে। Zenodo হলো ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় Open Research Repository। সূত্রটি ১০ সেপ্টেম্বর চূড়ান্তভাবে প্রকাশিত হয় এবং এখন এটি তার নামে লাইসেন্সভুক্ত।

আমিনুর রহমান জানিয়েছেন, আগের সময়ে এই ধরনের সমস্যার সমাধানের জন্য Bernoulli সংখ্যা ও Stirling সংখ্যা ব্যবহার করতে হতো, যা জটিল ও সময়সাপেক্ষ ছিল। তবে তার আবিষ্কৃত সূত্রের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি p = 1, 2, 3 … বসিয়ে সহজে ফলাফল বের করতে পারবেন। তিনি বলেন, “এটি Faulhaber-এর সূত্রের মতোই সঠিক, তবে শেখা ও ব্যবহার অনেক সহজ।”

ছোটবেলা থেকেই গবেষণামনস্ক মো. আমিনুর রহমান বর্তমানে Our Math School-এ GRE Math পড়াচ্ছেন এবং বিদেশে PhD করার প্রস্তুতি নিচ্ছেন। ভবিষ্যতে তিনি দেশের শিক্ষার্থীদেরকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার পাশাপাশি বিজ্ঞানের বড় বড় বিষয় নিয়ে গবেষণা করার লক্ষ্য নির্ধারণ করেছেন।

এই সূত্র গণিতপ্রেমীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং শিক্ষার্থীদের জন্য পাওয়ার-সাম নির্ণয়ে একটি সহজ ও কার্যকর পদ্ধতির পথ খুলে দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: