odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th December 2025, ৭th December ২০২৫

অক্ষয়ের কন্যা অনলাইনে হেনস্থার শিকার: নগ্ন ছবি চাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ

odhikarpatra | প্রকাশিত: ৩ October ২০২৫ ১৬:৫৮

odhikarpatra
প্রকাশিত: ৩ October ২০২৫ ১৬:৫৮

ঢাকা, ৩ অক্টোবর ২০২৫ (অধিকার পত্র ডটকম) ডেস্ক 

বলিউড অভিনেতা অক্ষয় কুমার সম্প্রতি একটি উদ্বেগজনক ঘটনা শেয়ার করেছেন, যেখানে তার ১৩ বছর বয়সী কন্যা নিতারা অনলাইনে একটি ভিডিও গেম খেলতে গিয়ে হেনস্থার শিকার হন। গেম খেলার সময় এক অচেনা ব্যক্তি প্রথমে তাকে উৎসাহিত করলেও, পরে নগ্ন ছবি চাওয়ার প্রস্তাব দেন। নিতারা বুদ্ধিমত্তার সঙ্গে গেমটি বন্ধ করে এবং তার মা-বাবাকে জানায়।

অক্ষয় কুমার এই ঘটনার মাধ্যমে অনলাইনে শিশুদের নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “অনলাইনে এমন নানা ক্ষতিকর মানুষ থাকে, যারা প্রথমে আপনার বিশ্বাস অর্জন করবে আর তার পরে নিজেদের আসল রূপ দেখাবে। তাই প্রথম থেকেই সকলের সাবধানে থাকা উচিত।”



আপনার মূল্যবান মতামত দিন: