odhikarpatra@gmail.com ঢাকা | শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

শাপলা: নাছোড় এনসিপির দাবিতে ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে?

odhikarpatra | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ১৬:০৩

odhikarpatra
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ১৬:০৩

অধিকার পত্র ডেস্ক 

ঢাকা, ৪ অক্টোবর ২০২৫  —
বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) শাপলা প্রতীক বরাদ্দ না পাওয়ায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, ইসি তাদের আবেদন উপেক্ষা করেছে, যা তাদের রাজনৈতিক অধিকার হরণের সামিল।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে লিখেছেন, “সার্বিক বিবেচনায় আমরা আশা করি, নির্বাচন কমিশন ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী এনে জাতীয় নাগরিক পার্টির অনুকূলে ১. শাপলা, ২. সাদা শাপলা, এবং ৩. লাল শাপলা থেকে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করবে।”

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, “এ পর্যন্ত যেগুলো নিষ্পত্তি করা হয়েছে কমিশনের সিদ্ধান্তই তো হয়েছে। এ ব্যাপারে ভুলের কোনো কারণ নেই।”



আপনার মূল্যবান মতামত দিন: