
অধিকার পত্র ডেস্ক
ঢাকা, ৪ অক্টোবর ২০২৫ —
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সমাজে দাওয়াত কর্মীদের উচিত অপপ্রচার, বিভাজন ও জম্মপ্রশ্নোদ্বারণমূলক বিতর্কে অংশগ্রহণ না করা। মসজিদে যে নেতৃত্ব দেওয়া হয়, তারই ধারাবাহিকতা হিসেবে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ জরুরি বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “হতে পারে কেউ ৫ বছর, ১০ বছর বা ৫০ বছর থাকার কথা বলছে কিন্তু এসব কথা শুধুই কথা বলার বিষয়। বিভাজন ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টাকে আমরা বরদাস্ত করতে পারি না।” তিনি ওলামায়ে কেরামসহ সব ধর্মগুরুদের শান্তিপূর্ণ ও যুক্তিসমত ভূমিকা রাখার আহ্বান জানান।
জামায়াতের আলোচনায় বলা হয়, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ সমাজ, যেখানে সংঘাত বা বিভাজন সৃষ্টি করে চলা উচিত না। এসব থেকে বিরত থাকতে এবং মানুষের বিবেক জাগিয়ে তোলার প্রতি গুরুত্ব দিতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: