ঢাকা | Wednesday, 15th October 2025, ১৫th October ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

odhikarpatra | প্রকাশিত: ৫ October ২০২৫ ২০:৫২

odhikarpatra
প্রকাশিত: ৫ October ২০২৫ ২০:৫২

 

চাঁপাইনবাবগঞ্জ, ৫ অক্টোবর ২০২৫:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা মোড় এলাকায় আজ রোববার বিকেলে সড়ক দুর্ঘটনায় সেলিনা বেগম (৫৪) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত সেলিনা বেগম সদর উপজেলার জামতলা মোড় এলাকার বাসিন্দা সারবান আলীর স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সেলিনা বেগম নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, নিহত সেলিনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: