
চুয়াডাঙ্গা, ৬ অক্টোবর ২০২৫: জেলার রেলস্টেশন সংলগ্ন পাসপোকট এলাকায় আজ দুপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ পাওয়া যায়।
জিআরপি পুলিশ ও স্থানীয়রা জানান, শুরুতে খবর পেয়ে সকাল ১০ টার দিকে ঘটনাস্থলে পৌঁছানো হয়। মরদেহ রেললাইনের ধারে পাওয়া যায়, যা খন্ডবিক্ষত অবস্থায় ছিল। (আনুমানিক বয়স ৭০ বছর)
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই জগদীশ সাংবাদিকদের জানান, “আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশনে নিয়ে এসেছে। প্রাথমিকভাবে ধরা হচ্ছে ট্রেনের ধাক্কায় এমন ঘটনা ঘটে।
এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা দ্রুত সক্রিয় হয়েছেন এবং মরদেহের পরিচয় শনাক্ত করার কাজ শুরু করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: