ঢাকা | Wednesday, 15th October 2025, ১৫th October ২০২৫

নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে শ্রম উপদেষ্টা

odhikarpatra | প্রকাশিত: ৬ October ২০২৫ ২৩:৫০

odhikarpatra
প্রকাশিত: ৬ October ২০২৫ ২৩:৫০

ঢাকা, ৬ অক্টোবর ২০২৫ :

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘হারআইজন ফেস্ট ২০২৫’ উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম. সাখাওয়াত হোসেন বলেন, “নারীর ক্ষমতায়ন কেবল নীতিতে নয়, বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে।”

তিনি আরও বলেন, “দক্ষতা উন্নয়নই একটি অংশ। কিন্তু নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, নেতৃত্ব বিকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করা না হলে ক্ষমতায়ন অসম্পূর্ণ থেকেই যাবে।”

উক্ত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়নযাত্রায় নারীরা কেবল অংশগ্রহণকারী নন, বরং অন্যতম চালিকাশক্তি।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৪৫০ জন; বিভিন্ন কর্মশালা, আলোচনা ও সেশন করা হয় যাতে নারীর দক্ষতা ও কর্মসংস্থানে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি প্রসার পায়।



আপনার মূল্যবান মতামত দিন: