ঢাকা | Tuesday, 14th October 2025, ১৪th October ২০২৫

শিক্ষার মানোন্নয়নে ইউজিসি'র প্রশিক্ষণে ইবি'র দুই শিক্ষক

odhikarpatra | প্রকাশিত: ১৪ October ২০২৫ ১৯:৪২

odhikarpatra
প্রকাশিত: ১৪ October ২০২৫ ১৯:৪২

ইবি প্রতিনিধি

সারাদেশের বিশ্ববিদ্যালয়ে যুগোপযোগী শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রথমবারের মতো চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। এতে অংশ নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষক।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের  এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষকরা হলেন- অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার।

এর আগে গতকাল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে ৪০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রভাষক এবং ৩০ জন সহকারী অধ্যাপক অংশ নিয়েছেন।

অনুষ্ঠিত প্রশিক্ষণ সম্মেলন বরাত
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ সম্পর্ক উন্নয়নে শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা বাড়াতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পরামর্শ দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও চাহিদা অনুধাবন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরও বেশি করে শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত হতে হবে। শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করাই শিক্ষকদের প্রধান কাজ হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্যই বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে বলেই আমরা শিক্ষক।

প্রসঙ্গত, ইউজিসি বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণ পরিচালিত হবে। প্রশিক্ষণের জন্য একটি পূর্ণাঙ্গ মডিউল তৈরি করা হয়েছে। যাতে উচ্চশিক্ষার বিধিবিধান, ওবিই কারিকুলাম, টিচিং, লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, অনলাইন টিচিং লার্নিং, কারিকুলাম ডেভেলপমেন্ট, কোয়ালিটি অ্যাসিউরেন্স, গবেষণা দক্ষতা, কমিউনিকেশন ও অ্যাডভান্সড ডিজিটাল লিটারেসি, প্রশাসন ও কৌশলগত ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: