odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 5th January 2026, ৫th January ২০২৬

ক্যানসার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান

odhikarpatra | প্রকাশিত: ২ November ২০২৫ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ২ November ২০২৫ ২৩:৫৪

ঢাকা, ২ নভেম্বর ২০২৫ :

প্রফেসর মুহাম্মদ ইউনূস সারাদেশে বিভিন্ন ক্যানসার রোগের বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন “যমুনা”-এ সিঙ্গাপুরের ক্যানসার বিশেষজ্ঞ প্রফেসর তো হান চং-এর সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, ফ্যাটি লিভারজনিত ও স্তন ক্যান্সারের মতো মারাত্মক রোগ এখন দেশের মানুষের প্রাণহানির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, অথচ অধিকাংশ ক্ষেত্রেই প্রতিরোধ সম্ভব।

বৈঠকে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যানসার সেন্টারের সিনিয়র কনসালট্যান্ট, সিংহেলথ ডিউকুএনইউএস গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর বিজয়া রাও, এবং হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ কালউইন্ডার কউর।

প্রফেসর ইউনূস বলেন, ‘‘দক্ষিণ এশিয়ায় বর্তমানে অ-সংক্রামক রোগ যেমন ক্যানসার, ডায়াবেটিস ও হৃদরোগ মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে। এসব রোগের চিকিৎসা ব্যয়বহুল এবং সাধারণ মানুষের নাগালের বাইরে, তাই প্রতিরোধই সবচেয়ে কার্যকর পথ।’’

প্রফেসর তো হান চং-এর মতে, ‘‘ফ্যাটি লিভার এখন দক্ষিণ এশিয়ার শত কোটি মানুষের শরীরে নীরবে বাসা বাঁধছে, যা ভবিষ্যতে লিভার ক্যান্সারসহ নানা জটিল রোগের কারণ হতে পারে।’’

তিনি একটি বিশেষ আহ্বান জানান নারীদের জন্য সাশ্রয়ী মূল্যে স্তন ক্যান্সার শনাক্তকরণ কর্মসূচি বাড়াতে হবে। পাশাপাশি তিনি বাংলাদেশের সঙ্গে চিকিৎসাক্ষেত্রে ও প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: