নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫
এডুকেশনাল সাইকোলজি ও কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করায় চারজন মনোবিজ্ঞানীকে পেশাদার সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি সোসাইটি (বিইসিপিএস)।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে অনুষ্ঠিত বিইসিপিএস-এর বার্ষিক সাধারণ সভায় তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক (অব.) শাহীন ইসলাম।
কে কোন স্বীকৃতি পেলেন?
- এডুকেশনাল সাইকোলজিস্ট: মোস্তাক আহমেদ ইমরান
- কাউন্সেলিং সাইকোলজিস্ট: সাদেকা বানু, রাউফুন নাহার, মারিয়াম সুলতানা
প্রসঙ্গত, প্রতি বছর এমএস ও এমফিল ডিগ্রিধারীদের মধ্য থেকে যোগ্যদের পেশাদার সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতি প্রদান করে সংগঠনটি। এবারের চারজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রিধারী।
বর্তমান সংখ্যা কত?
বিইসিপিএস-এর তথ্য অনুযায়ী—
- মোট ১২ জন এডুকেশনাল সাইকোলজিস্ট
- মোট ১২ জন কাউন্সেলিং সাইকোলজিস্ট
এ পর্যন্ত স্বীকৃতি পেয়েছেন।
সভার অন্যান্য কার্যক্রম
বার্ষিক সভার শুরুতে জরুরি মানসিক স্বাস্থ্যসেবাবিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন মনোবিজ্ঞানী অধ্যাপক শাহীন ইসলাম।
এতে দেশ–বিদেশের প্রায় ১৫০ জন মনোবিজ্ঞানী অংশ নেন।
সভায় সম্প্রতি প্রয়াত অধ্যাপক হামিদা আখতার বেগমকে স্মরণ করা হয়।
সভা শেষে ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নতুন ১৫ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
- সভাপতি: অধ্যাপক ড. মেহজাবীন হক
- সাধারণ সম্পাদক: ড. মো. আজহারুল ইসলাম

আপনার মূল্যবান মতামত দিন: