odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

বগুড়ার শেরপুরে বিভিন্ন শ্রেণীর পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ December ২০১৮ ১৯:৪৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ December ২০১৮ ১৯:৪৪

 

আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুর প্রেসক্লাব বগুড়া’র পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়েছে।

আজ ১৬ই ডিসেম্বর সকাল সাড়ে ৬টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।

এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয় এ সময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, ওসি (তদন্ত) বুলবুল ইসলাম, পুলিশ কর্মকর্তা জিল্লুর রহমান, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কামাল হোসেন, শহিদুল ইসলাম শাওন, আবু জাহের, উৎপল মালাকার প্রমুখ। অপরদিকে মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়।

সকাল সাড়ে ৬টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী শেখ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন অর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, উপজেলা ভেটেনারী সার্জন ডা: আবু রায়হান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল সহ সকল কর্মকর্তাবৃন্দ।


এছাড়াও শেরপুর অনলাইন প্রেসক্লাব বগুড়া’র পক্ষ থেকেও বিজয় দিবসে শহীদ
মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল সাড়ে ৬টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে

তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেরপর অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু জাহের, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হরুন অর রশিদ, উপজেলা
ভেটেনারী সার্জন ডা: আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাহিত্য সম্পাদক যোবায়ের হোসাইন, শ্রী বাধন কর্মকার কৃষ্ণ, আব্দুর রাহিম, মাহফুজ আহমেদ, আব্দুল মোমিন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: