odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

ঘূর্ণিঝড় ফেথাইয়ের বাংলাদেশে আঘাত হানবে না- আবহাওয়া অফিস

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৭ December ২০১৮ ১০:৪৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৭ December ২০১৮ ১০:৪৯

বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। দেশের ৩ সমুদ্রবন্দর ও কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ২ নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত জারি রয়েছে। তবে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানবে না বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

পূর্বাভাস বলছে, কয়েকদিনের মধ্যে কমতে শুরু করবে সারা দেশের তাপমাত্রা। চলতি মাসের শেষে হতে পারে আরেকটি শৈত্যপ্রবাহ। এদিকে, আজ দুপুরে ঘণ্টায় ১০০ কিমি বেগে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে যাচ্ছে ফেথাই।

অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত ও বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলবর্তী প্রায় সাড়ে তিনশো গ্রামে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উদ্ধার তৎপরতার জন্য প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনী ও জাতীয় ত্রাণ ও উদ্ধার কর্মকর্তাদের।



আপনার মূল্যবান মতামত দিন: