odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

রাজশাহীতে বিএনপির হাজারের অধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ December ২০১৮ ১১:৪৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ December ২০১৮ ১১:৪৫

রাজশাহীর পবায় বিএনপির এক হাজারের বেশি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছে।

শুক্রবার বিকেলে হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে তারা আওয়ামী লীগে যোগ দেয়।

আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে তারা আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আয়েন উদ্দীনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে শপথ নেন।

হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইয়াছিন আলী জানান, শুক্রবার বিকেলে হরিয়ান ইউনিয়নের আশরাফের মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এক হাজারের বেশি বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছে।

যোগদান অনুষ্ঠানে হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু বলেন, দেশ এবং সাধারণ মানুষের উন্নয়নে শেখ হাসিনার যুগোপযোগী পদক্ষেপ আমাদের ভালো লেগেছে। আমরা বিশ্বাস করি আবারও নৌকার জয় হবে। দেশ সামনের দিকে এগিয়ে যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: