odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

গুজবে কান না দেওয়ার আহবান র‍্যাব মহাপরিচালকের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ December ২০১৮ ১৬:১৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ December ২০১৮ ১৬:১৭

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করার জন্য সারাদেশে ১০ হাজার র‍্যাব সদস্য মোতায়েন করা হবে। এছাড়া অসত্য তথ্য প্রচার ঠেকাতে ফেসবুকে একটি পেজের মাধ্যমে সাইবার নিউজ ভেরিফিকেশন (সংবাদ-যাচাই) সেন্টার চালু করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে
বেনজীর আহমেদ বলেন, নির্বাচনকে সামনে রেখে গুজব ও অসত্য তথ্য প্রচার হয়েছে। এর পেছনে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী কাজ করছে। এ জন্য অসত্য তথ্য প্রচার ঠেকাতে ফেসবুকে সাইবার নিউজ ভেরিফিকেশন সেন্টার চালু করা হয়েছে। নির্বাচনের সময়ে কেউ যদি গুজব ও অসত্য তথ্য প্রকাশ করে তাহলে ফিডব্যাক পাওয়া যাবে।

 

তিনি আরো বলেন, এই নির্বাচন সফল করার জন্য সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। সারা দেশের সব আসনে মোবাইল টিমের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে। সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে র‍্যাব। নির্বাচন কমিশন তাদের হেলিকপ্টার ব্যবহারের অনুমতি দিয়েছে। তারা প্রয়োজন অনুসারে হেলিকপ্টার ব্যবহার করবে



আপনার মূল্যবান মতামত দিন: