odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫
লক্ষীপুর জেলা রামগঞ্জ উপজেলায় ৪ নং ইছাপুর ইউনিয়ন শ্রীরামপুর গ্রামের কুরি বাড়ির

সেচ্ছায় একই পরিবারের ৫ জন ব্যাক্তি হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহন করছে।

gazi anwar | প্রকাশিত: ১৬ February ২০১৯ ১৮:১৩

gazi anwar
প্রকাশিত: ১৬ February ২০১৯ ১৮:১৩

 

লক্ষীপুর জেলা রামগঞ্জ উপজেলায় ৪ নং ইছাপুর ইউনিয়ন শ্রীরামপুর গ্রামের কুরি বাড়ির সেচ্ছায় একই পরিবারের ৫ জন ব্যাক্তি হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহন করছে। তার আগের নাম ছিলো পলাশ কুরি বর্তমান নাম আঃরহমান। রহমানের পরিবারের স্ত্রী, দুই মেয়ে এক ছেলে রহিয়াছে। সেই তাহার সন্তানদের মাদ্রাসা শিক্ষায় সু-শিক্ষিত করতে চান। গতকাল ১৫/০২/১৯ খ্রিঃ আমি এসআই মোঃ জহির উদ্দিন, রামগঞ্জ মড়েল কলেজের সম্মানিত প্রভাষক, মোঃ হারুনুর রশিদ ভাই এই পরিবারকে মধ্যহৃ ভোজের আমন্ত্রন করে ছিলাম। আমন্ত্রিত হয়ে রহমান স্ব-পরিবারসহ রামগঞ্জ ক্যাপসিক্যান রেষ্টুরেন্ট একসাথে মধ্যহৃ ভোজ সম্পন্ন করিলাম। সবাই পরিবারটিকে সহযোগীতা ও দোয়া করবেন।

পরিবারটিকে দেখে ক্যাপসিক্যান ম্যানাজার শাকিল নিজ উদ্দেগ্যে সাধ্যমতো পরিবারটিকে আর্থিক সহযোগীতা করেন। চাইলে সমাজে বিত্তবানরা এগিয়ে আসতে পারেন।যারা আব্দুর রহমানকে সাহায্য করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন…. ০১৭০৮০৮২৪৬১, অথবা এস আই জহির সাথে যোগাযোগ করতে পারেন ০১৭১৭৫০৩০১০



আপনার মূল্যবান মতামত দিন: