odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

বৃষ্টিতে সিরাজদিখানে ইটভাটা মালিকদের প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

gazi anwar | প্রকাশিত: ২৮ February ২০১৯ ১৯:৪৮

gazi anwar
প্রকাশিত: ২৮ February ২০১৯ ১৯:৪৮

 

মোহাম্মদ রোমান হাওলাদার,

সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গত কয়কে দিনের টানা বৃষ্টিতে ৫০ টি ইট ভাটার ব্যাপক ক্ষতি হয়ছে। ইটভাটার প্রস্তুকৃত কাঁচা ইট বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এতে ওইসব ইটভাটা মালিকদের সব মিলিেিয় প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ছে বলে দাবী করেছেন ইটবাটার মালিকরা। স্থানীয় সূত্রে জানা যায়,উপজলোর বালুচর,বাসাইল,কেয়াইন ৩ টি ইউনিয়নে প্রায় ৫০টির অধিক ইটভাটা রয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টির পাশাপাশি রোদ না থাকার কারণে ওইসব ইটভাটার প্রস্তুকৃত কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। ইটভাটার মালিকরা জানান, এই শীত মৌসুমে এমন টানা বৃষ্টি হবে, এমন তারা কেউই আশা করেননি। গভীর সমুদ্রে লঘুচাপের কারণে হঠাৎ বৃষ্টি শুরু হবে এমন বুঝতে না পারায় তারা বৃষ্টি মোকাবেলায় প্রস্তুত ছিলেন না।

এ কারণে প্রস্তুকৃত কাঁচা ইট পানিতে ভিজে নষ্ট হওয়ায় তারা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। এ ছাড়া বৃষ্টির কারণে ইট ভাটাগুলোর আগুন নিভে যাওয়ার উপক্রম হয়েছে। এদিকে এ অবস্থার কারণে গত কয়েকদিন ধরইে ইটভাটা গুলোর প্রায় ১৫ হাজার শ্রমিক বেকার সময় পার করছেন। আয়-রোজগার বলে কিছুই নেই তাদের।

উপজলো ইটভাটা মালকি সমিতির সাধারন সম্পাদক আব্দুল মান্নান বলেন, এভাবে হঠাৎ বৃষ্টি শুরু হবে বুঝে উঠতে পারিন। টানা বৃষ্টি কারণে প্রস্তুকৃত কাঁচা ইট ভিজে নষ্ট হয়ে গেছে। এতে সব ইটভাটা মালিকরাই ব্যাপক ক্ষতির সম্মূখিন হয়েছেন।





আপনার মূল্যবান মতামত দিন: