ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নিহত ১, আহত ৪

odhikar patra | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৯ ২২:৪৭

odhikar patra
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৯ ২২:৪৭

একজন নিহত ও চারজন আহত হয়েছে চীনের গুয়াংঝি ঝুয়াং স্বায়ত্বশাসিত অঞ্চলের দক্ষিণের কাউন্টি পর্যায়ের নগরী জিংঝিতে ভূমিকম্পের আঘাতে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ডক্সিন কাউন্টিতে এ হতাহতের ঘটনা ঘটে। সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ১৮ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.২। খবর এএফপি’র।
ডক্সিনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। কাউন্টি কর্তৃপক্ষ সেখানের পরিস্থিতি মূল্যায়নে উদ্ধার কর্মী পাঠিয়েছে।
জিংঝির জরুরি বিভাগ জানায়, এ ভূমিকম্পে কিছু এলাকায় ভূমিধস হয়েছে এবং অনেক বাড়ির দেয়ালে ফাটল ধরেছে। প্রথম দফার ভূমিকম্পের পর সেখানে ফের ভূমিকম্প অনুভূত হয়। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২২.৮৯ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ১০৬.৬৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।



আপনার মূল্যবান মতামত দিন: