ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Biplob | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯ ০৯:৩৯

Biplob
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯ ০৯:৩৯

মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আজ শনিবার বিকেলে মাগুরা মুক্ত দিবস উপলক্ষে ও উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খোন্দকার আবু আনছার নাজাত আশা’র সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খান, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দেন। এ সময় উপজেলার ৮টি ইউনিয়নের ৭২ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: