odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি মেরাজ,সাধারণ সম্পাদক দারা

Biplob | প্রকাশিত: ৯ December ২০১৯ ১১:০৩

Biplob
প্রকাশিত: ৯ December ২০১৯ ১১:০৩

সৌমেন মন্ডল, রাজশাহীঃ রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মেরাজ উদ্দিন মোল্লা সভাপতি ও আলহাজ্ব মোঃআব্দুল ওয়াদুদ দারা সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেল ৪ টায় শহরের শিল্প কলা একাডেমীতে সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব ঘোষণা করেন দলের আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।এর আগে রবিবার সকালে শহরের মহিলা কমপ্লেক্স খেলার মাঠে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। এসময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে হাজার হাজার ডেলিগেট অংশ নেন।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ৬ ডিসেম্বর। ওই সম্মেলনে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে চলে যান কেন্দ্রীয় নেতারা। এর প্রায় এক বছর পর পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণের দেড় বছর পর ত্রি-বার্ষিক এই সম্মেলনের আয়োজন করা হয় ।



আপনার মূল্যবান মতামত দিন: