ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

অগ্নিকান্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৩ কেরানীগঞ্জে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯ ০৫:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯ ০৫:৩৭

 

ঢাকা, ১২ ডিসেম্বর, ২০১৯ : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ডে দগ্ধ আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যের সংখ্যা দাঁড়ালো ১৩ জন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- ইমরান (১৮), বাবুল(২৬), সুজন (১৯), রায়হান (১৬), খালেক (৩৫), সালাউদ্দিন (৩২), জিনারুল ইসলাম (৩২), আলম (৩৫), জাহাঙ্গীর (৫৫), ফয়সল (২৫), মেহেদী হাসান শান্ত (২০) ও আব্দুর রাজ্জাক (৪২)। এ ঘটনায় গতকাল একজন ঘটনাস্থলেই মারা যান।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন (আরএস) ডা. আরিফুল ইসলাম নবীন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত অগ্নিদগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বুধবার বিকেলে কেরানীগঞ্জের প্রাইম পেট এন্ড প্লাস্টিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারখানায় আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন উইনিটে ভর্তি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: