odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

মঙ্গলবার আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি : কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ December ২০১৯ ০২:৩৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ December ২০১৯ ০২:৩৪

 
 
 
আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি মঙ্গলবার: কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আগামী মঙ্গলবার ঘোষণা করা হতে পারে। রবিবার সচিবালয়ে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী মঙ্গলবার আমাদের প্রেসিডিয়াম মিটিং আছে, এর মধ্যে একটা খসড়া প্রস্তাব ও প্রেসিডিয়ামে আলাপ-আলোচনার পর সেদিনই পূর্ণাঙ্গ কমিটি আশা করছি।

ওবায়দুল কাদের বলেন, কমিটিতে এখন অর্গানাইজিং সেক্রেটারি, ধর্ম সম্পাদক, শিল্প-বাণিজ্য কোষাধ্যক্ষ, অর্থ সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক এ কয়টি পদ আছে। আর নিচের দিকে পুরো ওয়ার্কিং কমিটির সদস্যদের নাম ঘোষণা বাকি।

পুরোটা ঘোষণা হলে পূর্ণাঙ্গ চিত্র পেয়ে যাবেন।

গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল শেষে শেখ হাসিনাকে টানা নবমবারের সভাপতি এবং ওবায়দুল কাদের দ্বিতীয়বার সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যের মধ্যে ৪২ জনের নাম জানিয়ে দলের কমিটি ঘোষণা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: