ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

হামলা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর দোষ চাপাচ্ছে বিএনপি প্রার্থী : তাপস

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২০ ০৮:২৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২০ ০৮:২৫

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২০  : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিএনপি প্রার্থীরা নিজেরাই নিজেদের ওপর হামলা করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর ওপর দোষ চাপাচ্ছে।

বিএনপি প্রার্থীরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা নিজেরাই সন্ত্রাসী কর্মকান্ড করে নির্বাচন বানচালের চেষ্টা করছে।
তাপস আজ রাজধানীর ডেমরা সারুলিয়া এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তারা অপরাজনীতির চর্চা করছে।
তাপস বলেন, ১ ফেব্রুয়ারি জনগণ ভোটের মাধ্যমে বিএনপির প্রার্থীদের সন্ত্রাসী কর্মকান্ডের জবাব দেবে। নির্বাচিত হলে সুশাসিত, আধুনিক, উন্নত ও ঐতিহ্যের ঢাকা গড়তে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করবো। যেসব ওয়ার্ড ঢাকার সঙ্গে যুক্ত হয়েছে সে ওয়ার্ডগুলোতে নগরের সব আধুনিক সুবিধা দেয়া হবে।
তিনি বলেন, “আমাদের নির্বাচনী রূপরেখা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছেন। মেয়র নির্বাচিত হলে নব্বই দিনের মধ্যে সব নাগরিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব।”


আপনার মূল্যবান মতামত দিন: