odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd October 2025, ২২nd October ২০২৫

রক্ত দান করুন নিজে সুস্থ থাকুন অন্যকে বাচান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১ February ২০২০ ০২:৫৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১ February ২০২০ ০২:৫৭

একজন সেচ্ছাসেবকের কথা এমন্টাই হওয়া দরকার।
উনার প্রতিটি কথায় একজন মানুষকে সচেতন করতে পারে। ভালোবাসা অবিরাম ভাই।।
❣❣মানবতার জয় হোক ❣❣
আগামি দিনের পরিবর্তনের জন্য

বাংলাদেশ রক্ত দান সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: আমিনুল ইসলাম বাংলাদেশের সকল যুবকদের উদ্দ্যেশে এই বক্তব্য রেখেছেন যে। আমাদের যুব সমাজকে মানবতার সেবায় অনেক ভুমিকা রাখতে হবে। আমাদের প্রতিটা যুবকদের উচিত নেশায় আশক্ত না হয়ে মানবতার সেবায় আশক্ত হওয়া।আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে দেশের সার্থে দেশের মানুষদের সার্থে।আমরাই পারি বাংলাদেশ কে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে। আমাদের সকলের ঐক্যবোধ ই পারে বাংলাদেশের সকল অসহায় মানুষদের সেবা দিতে। আমাদের দেশে অনেক মানুষ রক্তের অভাবে,টাকার অভাবে,ভালো চিকিৎসার অভাবে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। আমরা যুব সমাজ যদি এখন থেকে নিজেদের পরিবর্তন না করতে পারি তাহলে আমাদের সমাজ একদিন নষ্ট হয়ে যাবে। আমাদের একটি লক্ষ্য আছে আমরা যুব সমাজ মিলে আমাদের বাংলাদেশকে সুন্দর দেশ হিসেবে গড়ে তুলবো। তাই সবাইকে আমি বলবো আসুন আপনারা সবাই বাংলাদেশ রক্ত দান সংগঠনে যোগদান করুন সদস্য হোন এবং আমাদের অসহায় মানুষদের সেবা করতে সহয়তা করুন। আমাদের সংগঠনের সদস্য হতে আমাদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করুন :০১৮৭৬৯৩৫১৩১
ও ০১৭৫০৫২৪৫৫২।
জয় হোক মানবতার।



আপনার মূল্যবান মতামত দিন: