odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫
ওসমান হাদির মৃত্যু: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ, শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

চলে গেল ওসমান হাদি, রেখ গেল কিছু

odhikarpatra | প্রকাশিত: ১৮ December ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১৮ December ২০২৫ ২৩:৫৯

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ঢাকা | অধিকার পত্র ডটকম

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ওসমান হাদির মৃত্যুর খবর নিশ্চিত করেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ডা. আব্দুল আহাদ এক ভিডিও বার্তায় জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, হাদির মরদেহ শুক্রবার সকালে দেশে আনার প্রস্তুতি চলছে।

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাঈদ হাসান জানান, চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শরিফ ওসমান হাদি ছিলেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় চলাচলের সময় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান ঘটে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এটিকে দেশের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের জন্য একটি “অপূরণীয় ক্ষতি” বলে উল্লেখ করেন। তার মৃত্যুতে সরকার শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক, সামাজিক ও ছাত্রসংগঠনগুলোর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন তার হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: