odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

পরাজয়ের আশঙ্কা করে আগেভাগেই নির্লজ্জ মিথ্যাচার করেছে বিএনপি : হানিফ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ February ২০২০ ০৮:১১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ February ২০২০ ০৮:১১

 

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২০  : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মিথ্যাচার করেছে। পরাজয়ের আশঙ্কা করে আগেভাগেই নির্লজ্জ মিথ্যাচার করেছে।
তিনি আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে উল্লেখ করে হানিফ বলেন, “বিএনপি তাদের পরাজয়ের আশঙ্কা করে আগেভাগে কিছু অভিযোগ করার জন্য এই সমস্ত নির্লজ্জ মিথ্যাচার করেছে।”
তিনি বলেন, অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবার সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কোথাও বিএনপি’র পোলিং এজেন্টদের মারধর করার অভিযোগ পাওয়া যায়নি। সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। এছাড়াও বিএনপি’র সাংগঠনিক দুর্বলতার কারণে কোন কোন জায়গায় তাদের এজেন্টরা আসেনি বলেও শুনতে পেয়েছেন বলে জানান হানিফ।
মোহাম্মদপুরে এক সাংবাদিকের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, “একটা ঘটনার কথা আমাদের কানে এসেছে। মোহাম্মদপুরে একজন সাংবাদিকের সঙ্গে কিছুটা গোলযোগ হয়েছে। সেটা বিএনপি সমর্থিত একজন ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে। এটার সঙ্গে সরকারদলীয় কোন ওয়ার্ড কাউন্সিলর বা সরকারদলীয় কোন মেয়রের প্রার্থী নয়। এটা বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে হয়েছে।
হানিফ বলেন, বিএনপি সম্পূর্ণভাবে মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে অভিযোগের পেছনে যদি কোন প্রমাণ থাকে সেই প্রমাণ জাতির সামনে তুলে ধরার আহবান জানিয়ে তিনি বলেন, যদি প্রমাণ উপস্থাপন করতে না পারেন তাহলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: