ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রাজধানীতে ফেন্সিডিলসহ দু’মাদক ব্যবসায়ী গ্রেফতার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০ ০৭:০৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০ ০৭:০৭

 

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২০ : রাজধানীতে ফেন্সিডিলসহ দু’মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার পূবালী মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. মাহমুদুর রহমান ওরফে খোকন ওরফে সজিব (৩৮) ও মো. ইসহাক আলী (৩৫)।
তাদের কাছ থেকে ৬০০ বোতল ফেন্সিডিল, দুইটি মোবাইল ফোন, তিন টি সীমকার্ড এবং নগদ ২৩ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া র‌্যাব সদস্যরা এ সময় একটি ক্যাভার্ড ভ্যান আটক করে।
র‌্যাব-৩ অতিরিক্ত পুলিশ সুপার স্টাফ অফিসার (ইন্ট এ্যান্ড মিডিয়া) এবিএম ফাইজুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ দুপুর দেড়টার দিকে র‌্যাব-৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ি পূবালী এলাকা থেকে একটি কাভার্ড ভ্যান আটক করে।
পরে র‌্যাব সদস্যরা ওই ক্যাভার্ড ভ্যানের ভিতরে বিশেষ কৌশলে পুরাতন কাপড়ের গাঁটের ভেতর লুকানো অবস্থায় ৬০০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে।
র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আটকরা একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: