
স্টাফ রিপোর্টার
অমর একুশে বইমেলায় আওয়ামী যুবলীগের স্টলে ভীড় করছেন ক্রেতারা। রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ ক্রেতারা এই স্টলে এসে বই দেখছেন এবং পছন্দমত বই ক্রয় করছেন।
আজ সোমবার বিকালে যুবলীগের স্টলে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল উপস্থিত হয়ে নিজেরাই বই বিক্রি করেন।
আজ সবচেয়ে বেশি বই বিক্রি হয় যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির লেখা ‘দূরবিনে দূরদর্শী’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়া চীন’ বই দুটি। যুব লীগের নেতাকর্মীরা লাইনে দাড়িয়ে বই কিনতে দেখা গেছে।
এছাড়া স্টলে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের বিভিন্ন বই পাওয়া যাচ্ছে।ঢাকা মহানগর দক্ষিন এর ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদদিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ও সহ সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান নিখিলের কাছ থেকে বই কিনছেন
আপনার মূল্যবান মতামত দিন: