ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন করে নতুন কমিটি ঘোষনার নির্দেশ

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা !

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০ ০৮:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০ ০৮:০০

 গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয় এবং  
আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন করে নতুন কমিটি ঘোষনা করার নির্দেশনা দেওয় হয়।   
মেয়াদ উত্তির্ন কমিটির সাংগঠনিক নিস্ক্রিয়তা , গঠণতন্ত্র বিরোধী কার্যকলাপ , প্রকৌশলী সমাজে বিপিপির ভাবমূর্তি ক্ষুন্ন সহ নিন্মবর্নিত বিষয়াদির কারণে ড. প্রকৌশলী হাবিবুর রহমান ও প্রকৌশলী মোঃ নুরুজ্জামান এর নেতৃত্বে গঠিত কমিটি বিলুপ্ত করে ২০১ জন সদস্য বিশিষ্ট আহ্ববায়ক কমিটি গঠন ।

বিলুপ্ত কমিটির বিরুদ্ধে অভিযোগ সমূহ নিন্মরুপঃ

১. ২ (দুই) বৎসর অন্তর সম্মেলনের দাবী উপেক্ষা করা এবং ১০ (দশ) বৎসরে একটিও সম্মেলন না করা ।
২. সংগঠনকে নাম সর্বস্ব সংগঠনে পরিণত করে দীর্ঘদিন যাবৎ সংগঠনের নামে চাঁদাবাজি, অর্থ আদায়সহ নানা অনৈতিক কাজে লিপ্ত থাকা ।
৩. আইইবি নির্বাচন - ২০২০ এ একক প্যানেল প্রদানে ব্যর্থ হওয়া ।
৪. আইইবি নির্বাচন - ২০২০ এ সংগঠন বিরোধী তথা জামাত-বিএনপি সমর্থিত প্রকৌশলীদের প্যানেলে অন্তভূক্ত করা ।
৫. আইইবি ২০১০ সালের নির্বাচনে সম্মানী সাধারন সম্পাদক পদে বিপিপি মনোনীত প্রার্থীকে জোর পূর্বক বসিয়ে দেওয়া এবং এ ব্যাপারে বিপিপি নেতৃবৃন্দের উদাসীনতা প্রদর্শন ।
৬. নানাবিধ কার্যকলাপের মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি মারাত্বকভাবে ক্ষুন্ন করা ।
৭. আইইবি নির্বাচন - ২০১৮ এ বিপিপি’র দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী সমাজের অভিভাবক তৎকালীন মন্ত্রীমহোদয়ের পরামর্শ উপেক্ষা করে নিজেদেরকে নির্বাচনে মনোনিত ঘোষনা করা ইত্যাদি ।

সকল প্রকৌশলীরা সোচ্চার হোন । শেয়ার করে প্রকৌশলীদের মাঝে ছড়িয়ে দিন । ভবিষৎতে যাতে কেউ বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদকে ব্যবহার করে পরিষদের ভাবমূর্তি নষ্ট করার সাহস করতে না পারেন । মুজিব বর্ষে এই হবে আমাদের প্রত্যাশা ।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: