
যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগোতে বন্দুকধারীর গুলিতে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৭ জন। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টার দিকে স্যান ডিয়েগোর একটি অ্যাপার্টমেন্টে হামলা চালায় ওই বন্দুকধারী। স্থানীয় পুলিশ বলছে, ওই বন্দুকধারীও কর্মকর্তাদের গুলিতে নিহত হয়েছে। তবে নিহত ওই নারীর নাম প্রকাশ করেনি পুলিশ।
স্যান ডিয়েগো পুলিশ বিভাগ বলছে, রোববার সন্ধ্যায় স্যান ডিয়েগোর একটি অ্যাপার্টমেন্টে গুলি চালায় এক বন্দুকধারী। পুলিশ কর্মকর্তাদের গুলিতে হামলাকারী নিহত হওয়ার আগে আটজন গুলিবিদ্ধ হয়।
স্যান ডিয়েগো পুলিশের প্রধান শেলি জিমারম্যান বলছে, সন্ধ্যা ছয়টার দিকে অ্যাপার্টমেন্টের পুল এলাকার দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে; এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে পুলিশ।
আপনার মূল্যবান মতামত দিন: